কথার আবর্জনার কোন ড্রেন নেই
তুমি যা বলবে
সে সব ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে।
আমি ও আমরা সব জমা করে রেখেছি,
ক্ষোভের ব্ল্যাক হোলের চেয়েও
তা দীর্ঘ হচ্ছে দীর্ঘদিন।


সেই সব হিসেব নিকেশে
কেটে যাচ্ছে সময়
ধীরে ধীরে গড়ে উঠছে
ধ্বংসের দিকচিহ্ন।


আলাদা করে পৃথিবী ভাবছে না কেউ।


এবার অন্তত তোমার মুখ হোক আবর্জনা মুক্ত
কথা শীতল
আমার জন্য আমাদের জন্য।