এ রকম ভাবে এমন ভাবে মানুষ রাস্তায় হাঁটছে?
চোখের সামনে দেখছি ওরা নিজের বাড়ি ফিরছে।
কোথায় বাড়ি? দূর তেপান্তরে। পাঁচশ হাজার মাইল
হাঁটতে হাঁটতে ফোস্কা পায়ে হয়ে গেছে ওরা কাহিল,
খাওয়া নেই দাওয়া নেই কোথাও কোন ছায়া নেই
নিজের বোঝা নিজে বওয়ার হাতে পায়ে শক্তি নেই
তাই কেউ ট্রাকের তলায় ট্রেন লাইনে পড়ছে ঘুমিয়ে
যাচ্ছে পিষে লক ডাউন ওদের মৃত্যু ঘণ্টা বাজিয়ে।
থাকছে পড়ে পোড়া রুটি ঝোলা গুড় কোলের শিশু
কি করে পৌঁছবে জানে শুধু ঈশ্বর আল্লা এবং যীশু।