ভ্যাপসা গরম হাঁসফাঁস জীবন বৃষ্টি নিম্ন চাপ
ডুবে যাওয়া গ্রাম ও শহরে আছে বন্যার ছাপ,
তবু শিউলি ঝরে পড়ে ঢেউ তোলে কাশফুল
মা আসছে, তাই তো প্রকৃতি সাজতে করে না ভুল।


মাঝে মাঝে মেঘ সরিয়ে আকাশ দেখি নীল
পদ্ম শালুক ঠিকই ফোটায় গাঁয়ের ছোট্ট ঝিল।
নতুন জামায় ছোট্ট মেয়ে সাজে পরীর সাজ
মা আসছে, জুঁই ও শেফালি ভীষণ খুশি আজ।


কাঠামোতে মাটির প্রলেপ প্যাণ্ডেল গড়া থিম
ভোরের হাওয়া শিশির হয়ে ছড়ায় এখনো হিম।
শরৎ কালের ছাতিম কদম ঘরের দুয়ার খোল
মা আসছে, ও ঢাকি ভাই ঢাকের আওয়াজ তোল।