নিজেকে ঈশ্বর ভাবা কিছু মাই বাপ অন্ধ ও কালা
তবু তারই জন্য যোগাড় করতে হয় ফুলের মালা
সাথে কিছু নৈবিদ্যও সাজাতে হয় উপোসী মনে
মাই বাপের সন্তুষ্টি তবুও বেড়ে যায় ক্ষণে ক্ষণে।


ঘর থেকে শুরু করা শাসনের সেই চূড়ান্ত রাজে
মাই বাপের হাতের ছড়ি ঘুরে চলে নানা সাজে,
কাকে কখন চেপে ধরে কেউ জানে না কিচ্ছুটি
মঙ্গল হবে ভেবে সকলে মেনে নেয় সেই বিচ্ছুটি।


বাপের উপরে আছে বাপ তার উপরে আরও ধাপ
সেখানে সবাই সমান। বলে, 'ক্ষমা করো মাই বাপ'।