মাইকেল কবি মধু সনেট লেখেন
আট ছয় ছন্দ কথা মাত্রায় বলেন,
চতুর্দশপদাবলী অসামান্য সৃষ্টি
ভাষার বিন্যাসে গড়ে বাংলা ভাষা কৃষ্টি।
মেঘনাদবধ কাব্য অমর রচনা
ছত্রে ছত্রে ভাষাশৈলী বাংলার বন্দনা,
অনন্ত সাহিত্য ধারা দীক্ষায় দীক্ষিত
মনন কঠিন দিক বহু পরীক্ষিত।


বিবিধ ভাণ্ডার সুখ করে অবহেলা
ইংরেজী ভাষার প্রতি মোহ কর্মবেলা,
এনে দিয়েছেন মুখ মাইকেল মধু
গর্বিত বাংলা ভাষায় আছে আছে শুধু।
অখণ্ড কথামালায় সাহিত্য মহীমা
মাইকেল আমাদের নামের গরিমা।