ধর্মগ্রন্থ ধর্মের প্রচার
কর্মে জীবন বাঁধা
সত্যি কথা সঠিক চলা
মর্ম জীবন সাধা।


সত্যের পথে ভালো মন্দ
বুঝতে শেখো আগে,
জ্ঞান ও বুদ্ধি বিচারের বোধ
চলার পথে লাগে।


কোনটা বা সৎ কোনটা অসৎ
বুঝতে মানুষ মাঝে
সেবা কর্মে নিয়োজিত
হও হে সকাল সাঁঝে।


মনের মধ্যে হিংসা দ্বন্দ্ব
মুছলে আসে আলো
সুখ ও শান্তি তবেই পাবে
ঘুঁচবে মনের কালো।


বুঝবে তখন ধর্মের সেরা
শুধুই মানব ধর্ম
মানুষ মাঝে সেটাই লেখা
তোমার যত কর্ম।