ডিগ্রি আছে জ্ঞানও আছে
এমন লোকের অভাব
পেখম গুঁজে ময়ূর সাজে
যেমন কাকের স্বভাব।


কে শিক্ষিত কে বা জ্ঞানী
বুঝতে পারি কাজে
মোচ গজিয়ে বন বিড়ালও
বাঘের মত সাজে।


ফিটফাট পোশাক বিরাট গাড়ি
চলছে রাস্তা জুড়ে
চকচক করলে হয় না সোনা
রাংতা থাকে মুড়ে।


নেতা হলে বক্তা সঠিক
শিক্ষিত ও জ্ঞানী
হুংকারে বাঘ থাকলে খাঁচায়
পোষ্য বলেই মানি।


জ্ঞানী গুণী শিক্ষা ও মান
অনাদরের মাঝে
মানবতা আওয়াজ তুলে
বাঁচে সকাল সাঁঝে।