মূর্খ করে অপকর্ম
হয়তো জ্ঞানের অভাব
জ্ঞানী করে স্বজ্ঞানেতে
এটাই কি তার স্বভাব?


মূর্খ সে তো না জেনেই
মন্দ কাজ করে
অনেক কিছু জেনে জ্ঞানী
নষ্ট সমাজ গড়ে।


মূর্খ ক্ষতি করে চলে
নিজের গণ্ডি মেপে
জ্ঞানী করে বুদ্ধি জোরে
সব কিছু দেয় ঝেপে।


মূর্খ খারাপ করলেও
মনে সাদা সিধা
জ্ঞানী করে চতুরতায়
রেখে দুষ্টু খিদা।


মূর্খ হোক কিংবা জ্ঞানী
কর্ম হোক ভালো
মানুষ তুমি মঙ্গল কর্মে
ঘুচাও মনের কালো।