মানুষ হওয়ার রাস্তা কত
আমার জানা নাই
বাবা বলে, পড়তে হবে
মাও বলে তাই।


দাদা বলে, পড়ার সাথে
খেলাধুলাও চাই
আঁকাজোঁকা গান বাজনা
তাও যেন পাই।


গল্প কবিতা সাহিত্য পাঠ
সাঁতার জানতে হয়
পাশে থেকে যার যা দরকার
ভাবনা যেন রয়।


সব বিষয়ে চতুর হওয়া
মানুষ নাকি ঠিক
বোকা হয়ে থাকলে এমন
ফাঁকা চারিদিক।


মেপে চলার নিয়ম কত!
মানুষ যন্ত্র নয়?
মানুষকে তার নিজের মত
মানুষ হতে হয়।