আমার পরিচিত সবার ঘরে
আমি ঘুরে ঘুরে সেন্সর করেছি
এই এই বিষয়ে :
আপনারা নিয়মিত দুবেলা খেতে পান?
ঘরে বাইরে পরার মত পোশাক আছে?
মাথা গোঁজার জন্য ঘরবাড়ি আছে?
আপনারা সবাই সার্বিক স্বাচ্ছন্দ্যে আছেন?


সবাই উত্তর দিয়েছে
না, ওই যাই হোক করে কষ্টে সৃষ্টে চলে যাচ্ছে।


এর মধ্যে অনেকের সুরম্য উঁচু প্রাসাদ আছে
ক্লাব ফ্যাক্টরি ছাড়া পোশাক পরেন না
আর খাওয়া দাওয়া বেশির ভাগ সময় আরসালান।


তার মানে মানুষ হিসেবে বাঁচার প্রাথমিক চাহিদা
অনেকের ক্ষেত্রে অতৃপ্ত থেকে যায়।
তাকে ঘিরেই তার চাহিদার পাহাড় বাড়তে থাকে,
রোজ সে সেই পাহাড় ভাঙে গড়ে
ঝর্ণা ঝরায়, সমতলে আসার চেষ্টা করে।
কিন্তু বার বার স্রোতের সাথে খেলতে খেলতে
বাঁচাতে থাকে তার মানুষ নাম
আদি অনন্ত এই পৃথিবীর বুকে।