সরকারী গাড়িতে চেপে ডিউটি যাওয়ার সময়
রাস্তায় দেখেছি একটাও মানুষ নেই,
পথে পথে ঘুরে বেড়ানো ভিখারী শরণার্থী
ভিড় করা বাসে গাদাগাদি করা ট্রেনে জ্যাম করা রাস্তায়
লাইন দেওয়া দোকানে বাজারে ব্যাংকে
এত মানুষ এত হল্লা এত সরগরম পৃথিবী
একেবারে নিঝুম নিশ্চুপ।
আর আজ ঠেসাঠেসি করে ট্রেনে যাচ্ছি
রাস্তায় দেখছি বাসে গাদাগাদি
দোকানে বাজারে ব্যাংকে বেশ লম্বা লাইন
গল্প গুজব হাসি ঠাট্টা হাঁক ডাক
ঠেলাঠেলি গুঁতোগুঁতি হাতাহাতি মারামারি আবার শুরু।
আবার মানুষের যাত্রা রাস্তা জুড়ে
কাজের টানে খাবারের খোঁজে এদিক থেকে ওদিকে
ওদিক থেকে এদিকে।
ঘুরে দাঁড়ানো মনোরম পৃথিবী
আবার চলেছে চেনা ছন্দে পৃথিবীর পথে
মানুষের পদযাত্রায়।