মানুষের স্বাধীনতা আগেও ছিল না এখনও নেই
যেমন খুশি হতে চাইলে দেওয়াল গড়ে উঠবেই
রুদ্ধ দ্বার সেই দেওয়ালে থাকতে হবে সেই বদ্ধ
না হলে জীবনে জীবন গড্ডলিকা করে দেয় দগ্ধ।


সীমানার বাইরে চলে মস্তিষ্কের কত কারুকার্য
তাতেই সভ্যতা রাঙানো প্রগতির কিছু অনিবার্য
যুগান্তরের এমন স্বাধীনতা খাওয়া পরার বাইরে
মানুষ পেয়েছে এমন মানুষ চলমান পথে নাইরে।