মানুষই মানুষের ধ্বংসের কারণ
বর্ণের বিভেদ তাই হোক নিয়ন্ত্রণ,
অধিকারের সংস্থান যদি থাকে ঠিক
মানুষই মানুষের বাঁচা চারিদিক।
ভাগ হতে হতে যদি শেষ হয়ে যায়
মানুষ তখন তার নেয় না তো দায়?
পঞ্চাশের জন্য যদি আসে পাঁচ লক্ষ
সুনিশ্চিত হেরাফেরি নেয় তার পক্ষ।


শুধু বেঁচে থাকা নয় আছে মানসিক
পেন্ডুলামে ধ্বংসচিহ্ন শূন্য মানবিক,
তাই চারদিকে ওঠে মানুষের আর্তি
পৃথিবীতে রোজ বাড়ে সংখ্যা শরণার্থী।
প্রার্থনায় একদিক অন্যদিকে ক্রূর
মানুষই মানুষের সুর বা অসুর।