সব মাটিই মানুষের ঠাঁই চায় নিরন্তর
মানুষ কখনোই বোঝে না মাটির অন্তর
খুঁড়তে খুঁড়তে মানুষ নিজেই যায় গর্তে
মাটিকে দোষ দেয় কিছু উর্বরতার শর্তে।


নির্বাক মাটি হৃদয় মেলে দেয় মাঠ জুড়ে
নির্মাণ ধরে রাখে সর্বংসহা জীবনের সুরে।
মানুষের ছলাকলা অভিমানে ভাঙছে মাটি
একদিন পৃথিবীও চলে যাবে হাঁটি হাঁটি।