পাথরকে অনেকে মাটি ভেবে দিচ্ছে শুধু ঠোক্কর
উচিত শিক্ষা দেওয়ার নামে চাইছে দিতে টক্কর
পাথর সে তো ভাঙছে না অনড় হয়ে বসে আছে
ক্ষমতার হাতুড়ি বৃত্তাকারে দাঁড়িয়ে তারই মাঝে,


এই পাথরে চাষবাস করে অতি সাধারণ জনগণ
কেমন করে মাটির ফসল পাবে তুমি, ওহে মন।
দেশ গিয়েছে পাথর হাতে, মাটি খুঁজে ভাবনা রস
স্বাধীন গণ শক্তি পেয়ে মানুষ কি হবে মনের বশ?