গৌরী বেটি আমার মেয়ে
দুঃখী সারা জীবন
এ ঘর থেকে ও ঘরে তার
চলে জীবন যাপন
বাপটা ছিল ভাল মানুষ
মা ছিল সংসারী
বিয়ে হল ভালো ঘরে
সদর দালান বাড়ি ;
সেই ঘরেতে কর্ম দিয়ে
যায় যে কেটে বেলা
ছেলেপুলে দু-তিনটে
বয়স বাড়ার খেলা ,
গৌরী বেটি আজও দেখে
পায় না খোলা আকাশ
মেয়ে হয়ে মিটলো না তার
মানুষ হওয়ার আশ ।
গৌরী বেটির সংসার আজ
স্বামী পুত্র ভরা
বেঁচে থাকা বাঁচিয়ে রাখা
দুঃখ কষ্ট জরা ।