বারো মাসে এখন বাঙালীর তেত্রিশ পার্বণ
মকর সংক্রান্তিতে এমনই উৎসব উদযাপন।
ঘরে ঘরে পিঠে পুলি নলেন গুড় পাটিসাপটা
নবান্নের চাষী মুখে লাগে আনন্দের ঝাপটা,
নতুন চালের গন্ধ ছড়ায় দিগন্তের বাতাসে
কুয়াশা চাদর বিছায় আদরের নীল আকাশে;
শিশিরের শিউলি সকালে উঠোন সাদা সাদা
উত্তুর জড়িয়ে ধরে বরফ শেখা হৃদয়ের পাতা।
পৌষের দিন শেষ, সেজে ওঠে গঙ্গা সাগরে
শীতল তর্পনে সাধু খোঁজে পুণ্যতা প্রাণ ভরে।


শীত শীত আমেজের কাটিয়ে মাস গণনায়
মাঘ আসে নানা রঙের ফুল ফলের পসরায়
উল পশমের সাজে সবাই খুশি খুশি কলতান
গরম কাপড় বিহীন, চাইছে রাতের অবসান।
সংক্রান্তি হোক বিবর্ণ মুক মুখে ছড়ানো হাসি
মকর প্রসাদে যেন উৎসব বলে, ভালোবাসি।