পৃথিবীতে যা কিছু নির্মাণ, সবই তো মনের বিশ্লেষণ
সেই মন যতটা মাটিতে মেশানো ততটাই সৃষ্টির ভুবন।
তিন ভুবন ঘুরে এসেও সেই তো ঘরেই ফিরতে হয়
দরজা নেই জানলা নেই দাপিয়ে বেড়ানো কথা কয়,
ভাঙা গড়া দরিয়ায় জুড়ে যায় এমনি কত মন মোহনা
আমি আছি তুমি আছ জীবনের এই তো সুর সাধনা।