পলাশ লালে লাল হয়ে আজ
এলো সখির দল
রোদে রাঙা কৃষ্ণচূড়া
ডাকছে বাইরে চল।
শিমুল তলায় উদাস মলয়
সাজায় আবির রঙ
কিংশুকে মুখ দুঃখ সরায়
করিস নে আর ঢঙ।
চামেলি আর চম্পা রঙে
মন রাঙিয়ে নে
বসন্ত আজ খুলছে দুয়ার
হাত বাড়িয়ে দে।
আবির গুলাল উড়ছে হাওয়ায়
রঙ মেশানোর দিন
মন পেয়ালার পিচকারিতে
বাজা রঙের বীন।
ও সখিরা রাঙিয়ে দে
রাঙা হয়ে যা
সুখের রঙে খুশির ঘরে
দে বাড়িয়ে পা।