কি হল, চলো। উৎসবে যোগ দিই।
না যাব না। মন ভালো নেই।
আর একটু উজ্জ্বল আলো জ্বালিয়ে দাও।
না জ্বালাব না। মন ভালো নেই।
কি খালি গোমড়া মুখে বসে আছো। প্রাণ খুলে হাসো।
না হাসব না। মন ভালো নেই।
অনেক কষ্ট তো করলে এবার আনন্দ করো।
না আনন্দ করব না। মন ভালো নেই।
পৃথিবী সুন্দরের জন্য। নিজে সাজো। ঘর সাজাও।
না সাজব না। সাজাব না। মন ভালো নেই।
মন ভালো নেই। মন ভালো নেই। কেন ভালো নেই শুনি?
কেউ সঠিক শুনল না। সৎ পথে চলল না। সত্যি বলল না।
স্বাভাবিকের মর্যাদা দিল না। নিজের বাঁচা নিজে বুঝল না।
ও তাই। তুমি বুঝেছো? তুমি চলেছো? বলেছো?
আমিও পারি নি। তাই আমার মন ভালো নেই।


শুধু তোমার মনের দিকে
আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি।