মনের আশা বাঁধব বাসা
ছোট্ট নদীর ধারে
পথের বাঁকে পাখির ডাকে
থাকব সুখের পারে।


গাঁথব মালা ঘরের চালা
মনের রঙিন ফুলে
মুখের হাসি কাশের রাশি
থাকব কষ্ট ভুলে।


গাছের তলে বিকেল হলে
আসব সবাই মিলে
বলব কথা মনের ব্যথা
বুঝবো তিলে তিলে।


সকাল সাঁঝে কাজের মাঝে
বসব পাশাপাশি
বইবে বাতাস হৃদয় আকাশ
বলবে ভালোবাসি।


মনের আশা গড়ব বাসা
থাকব হেসে খেলে
কাটবে জীবন শান্তি যাপন
তোমায় শুধু পেলে।