কপাল জুড়ে অঘোর লাগে
মনের যত সুপ্তি
চাঁদের কণা টালছে আলো
খু়ঁজছে হাসির মুক্তি।


কমল বনের স্বপ্ন রাতে
আকাশ রাঙা স্নেহ
বন পরীদের বসবাসে
চলছে পথে কেহ।


মনের হাসি জোয়ার হয়ে
টিপ কপালে আঁকা
ভ্ররু খানি উঠছে নেচে
একটু যেন বাঁকা।


রাত পোহালো সূর্য দিনের
সেজেছে খুব মুখে
সুন্দর হল হাসির বরণ
জীবন পরম সুখে ।