মনের শিশির বিন্দু
উপলব্ধির আঙিনায়
আকাশ আঁকছে আলো
ঝিলিমিলি মোহনায়,
ঘাসের মাথায় মুক্তো
যেন সোনাচাঁদি রোদ
আমরা দেখিয়ে দেখাই
জ্ঞান ও মান বুদ্ধি বোধ।


ভোরের শিউলি সাদা যেন হৃদয় বন্ধন
শেষ রাত্রির আঁধার লিখে রাখে স্বপ্ন জীবন,
সিন্ধুর সাম্রাজ্যে বিন্দু করে বসন্ত যাপন
ভেজে না বসন তবু আছে সে সংগোপন।


ধুলি ধুসরিত অঙ্গে লেগে থাকে সর্বস্ব একা
কতদিন আমাদের মুখোমুখি হয়ে যায় দেখা,
ওগো মনের আনাগোনা চলুক সিক্ত চলা
যা কিছু বলেছি বলবই আমার সব বলা।