বাড়লে বয়স সময় কমে
কাজ যে বাকি রয়
জেনে গেছি বৃদ্ধ বয়স
কষ্ট সইতে হয়।


বাড়ুক সুগার হোক না প্রেশার
ঝাপসাটে হোক চোখ
পাকা চুলে ফোকলা দাঁতে
করব না তো শোক।


ঢিলে চামড়া কপালে ভাঁজ
না থাক পায়ে জোর
কোমরে বাত চালাবো হাত
ইচ্ছে জীবন ভর।


বাঁচার নেশায় আসে যদি
একাকীত্বের রোগ
আরাম আয়েশ ভাববো না তো
করব দুঃখ ভোগ।


অসুখ বিসুখ ওষুধ পত্র  
থোড়াই করব ভয়
মনটা আমার থাকবে সতেজ
বয়স কিছুই নয়।