মনের কোন দোষ নেই গো
মনে সে তো পড়ে
তোমার কথা মনে হলেই
মনটা কেমন করে।
মনে আমি রাখতে পারি না
মনের আমি নই
মনটা শুধুই গুমরে ওঠে
মনের মানুষ কই।


মনকে খুঁজতে চাই নি আমি
নেই তো মনের ঠিকানা
তোমার আমার মনের মিল
নেই তো কোন সীমানা।
আকাশটাকে ছোট্ট দেখি
হারিয়ে মনের বাগানে
দিগ্বিদিকে ঘুরে বেড়াই
মনটা থাকে শয়ানে।


মনটা আমার উড়ু উড়ু
বয়স যখন ষোলো
মনের সাথে মনের খেলা
হৃদয়ভরা আলো।
আমার মনে আমি থাকি
মনটা থাকে তোমাতে
তুমি ভাবো মন নেই কো
প্রেমের কোন খেলাতে।


মনটা যে শক্ত থাকে
দুঃখে ভেঙে পড়ে
সুখের সময় মনের মজা
সাফল্য সে গড়ে।
বাঁধা থাকে যার দুয়ারে
মনটা যে তার বশ
কইব কথা মনের সাথে
রাখব করে বিবশ।


এখন আমার মনে পড়ে
তোমার মনে আমি
বাঁচব আমি সবার মনে
মনের মানব ভূমি।