ভাগ্যিস দেখাশুনা করে বিয়ের ব্যবস্থা ছিল
না হলে আমার প্রেম হতো না।
চেনা নেই শোনা নেই এমনকি জানাও নেই
ভাগ্যিস এমন একজনের সাথে চারহাত এক করার প্রথা ছিল
না হলে আমার প্রেম হতো না।
দুটো পরিবার মেলামেশা করে
হৃদয়ের যদিদং তদিদং করার সমাজ সাক্ষী নিয়ম ছিল
তাই আমার বিয়ে হল হৃদয়ে হৃদয় এল
না হলে আমার প্রেম হতো না।


সংসারের উদয় অস্ত পরিশ্রমে
বসন্তে আমার হৃদয় কাঁপত কি না
খেয়াল করি নি,
কতজনকে ভালো লেগেছিল
হৃদয়ের কথা হৃদয়ে রয়ে গেছে
তাদেরকে মুখে বলার সাহস যোগাতে পারি নি,
স্কুল ফাঁকি দিয়ে কলেজ কাট করে
কিংবা কাজ ডিট রেখে আমি
অন্য কাওকে পার্কে ডেকে নিয়ে যাওয়ার হিম্মত দেখাতে পারি নি
কসবার কোন বদ্ধ হোটেলে হাতে হাত
বলা না বলা কথায়
অন্য কারও চোখে চোখ আমার চোখে পড়ে নি।
তাই আমার কারো সাথে প্রেম করা হয়ে ওঠেনি।


ভাগ্যিস দেখাশুনা করে বিয়ের ব্যবস্থা ছিল
না হলে আমার প্রেম হতো না।