আমার কোন স্থায়ী ঘর নেই
যার আণ্ডারে কাজ করি সে থাকতে দিয়েছে
তাই থাকি
তাড়িয়ে দিলে আবার কাজ খুঁজে নেব এবং বাসা।
না হলে ঠোক্কর খেতে থাকব
ভাড়া বাড়ির ভাড়া দেওয়া
আর না দেওয়ার টানাপোড়েনে।
কিন্তু আমার দেশ আছে
নাম ভারতবর্ষ।


যেখানে জন্মেছি বড় হয়েছি
সেখানে স্থায়ী জমি ঘর বাড়ি ছিল
কাজের জন্য বেরিয়ে পড়েছি
তাই সেসব হস্তান্তর হয়েছে শরিকী ভাগবাটোয়ারায়।
কিন্তু আমার দেশ আছে
নাম ভারতবর্ষ।


কাজের জায়গায়
সবাই চেনে জানে এমন কি কিছুটা মানে
তাই আমার কাজের মধ্যে
দুর্নীতি সুনীতির জন্য
কিছু না কিছু স্ববিরোধ আছে।
যেমন আছে আমার দেশ
নাম ভারতবর্ষ।


সবাইকে অঢেল ভালোবাসতে পারি নি
সবার অঢেল ভালোবাসা পাই নি
তবু যা আছে তাতে পথ চলার সাহস পাই
আমার ঘর আমার বাড়ি সব খুঁজে পাই
এই এখানে এই দেশে
যার নাম ভারতবর্ষ।