আপনি আমাদের বাড়িতে নেমতন্নের আলো নিয়ে এসেছেন
আপনাকে তো আর অন্ধকারের বিপরীত বলতে পারি না।
তবে কি জানেন,
গত পরশু বিনয়বাবুও এসেছিলেন, তার ছেলের বিয়ের কার্ড নিয়ে
তার ক'দিন আগে সরলামাসিও এসেছিল
এবার তিনি মহাধূমধামে সত্যনারায়নের অর্চনা করবেন
তার আগের দিন আরও আলো হয়ে
আমার শ্যালক এসেছিল
বলল, তার মেয়ের শুভ পরিণয়
সবান্ধব যেতেই হবে।
তাছাড়া আপনি তো জানেন
এ বছর বাংলার উৎসব মরশুম
চলছে ডিজে লাইট বাজী ব্যাণ্ড শোভাযাত্রা।
আর আপনি এটাও জানেন নিশ্চয়ই
আমার ছেলেটা এবার এগারো ক্লাসে
এ রকম প্রায় প্রতিটি ঘরে প্রতি বছর
ছেলেমেয়েদের পড়া প্রিপারেশন আর পরীক্ষা লেগেই আছে।
আপনি আমায় বলুন, কতক্ষণ আর ছেলেমেয়েদের বলব - না, অত আলোর ভিড়ে যেও না।
তোমাদের জীবন সংগ্রাম আছে, ভবিষ্যতের দৃষ্টি যাপন আছে।
এত আচার আচরণ উৎসব অনুষ্ঠানের মাঝে
ছেলেমেয়েদের পড়াশুনার সংগ্রামের
মন বসানোর পরিবেশ কবে আমরা তুলে দেব?
তার উপর নেট চ্যাট অ্যাপস তো আছেই।


আমার মেয়ের টেষ্ট পরীক্ষার আগের দিন
তবু মেসোমশাই, আপনি যখন আলো নিয়ে এসেছেন
আমরা যাব নিশ্চয়ই যাব
আপনার আনন্দ উৎসবের আলোতে ব্রতী হব,
এছাড়া উপায় কি
আলো ঝলমল রোশনাই বলে কথা!


নমস্কার
ভাল থাকবেন।