কোন একক চর্চায় থাকবে একভাবে
সাফল্যের চাবিকাঠি অবশ্যই পাবে,
দেখবে তোমার পাশে আছে অনেকে
জীবনের চিহ্ন শুধু তোমাকেই দেখে।


নিজেকে ছড়িয়ে দিয়ে পড়ি কি মরি
আরো আরো উঁচু সিঁড়ি চাই চাই করি,
উল্টে পাল্টে যদি করেছো হাত গন্ধ
দেখবে তোমার জন্য সব দরজা বন্ধ।


কিছুটা শিখে যদিক কর জীবন ডাক্তারি
আরো বেশি হচ্ছে না চল করি মোক্তারি,
তারপরেও নাম নাই, লিখে ফেলি কাব্য
সব কিছু গুলিয়ে গিয়ে হয়ে যায় অদ্রাব্য।  


এক একজনের তাই পেশা অনেক রকম
গল্প ছবি গান টান সবেতেই বিজ্ঞ পরম,
যা লিখছে গাইছে আঁকছে সব তার সেরা
অবশেষে হারিয়ে ফেলে নিজস্ব স্বপ্নেরা।