নিজের সামনে নিজেকে দাঁড় করিয়ে
নিজেকে যদি নতজানু করতে পারি
তাহলে নিজের পশুত্ব নিজে দেখে
লজ্জিত হব,
এবং তোমার পশুত্ব দেখে সতর্ক হব।


এসব হবো হবো করেও
আর হয়ে ওঠে না।


সম্পূর্ণ দাঁড়াতে শিখি নি
নতজানু হতে পারি নি
ভেতরে পশুও জেগে ওঠে বারবার।


অথচ তোমাকে দোষ দিয়ে
আমার জীবন কেটে যায়,
তোমার জীবনও কাটিয়ে দিই আমি।