নিজের দোষ চাপা দিতে বাড়াও ইসু অন্য
সবাই তাতে মজে যাবে দোষ হবে নগন্য।
এই ধরনের ঘটিয়ে ফেলা চালাকির চাল
যা করেছি বেশ করেছি এই আমার ঢাল।


এসব নিয়ে বসি যখন নিজের কাছে নিজে
দোষ কিছু পাই না খুঁজে দখল সিরিজে,
কে নেয়নি কে পায়নি আমার কেন দোষ
ছেড়ে দিলে তুমি নেবে, করব আফসোস?


আমি লিখি ভূমিকা, আমার জন্য পরিণতি
এত পরিশ্রমেও তোমরা ভাবছ অধোগতি?
রাস্তা যে বাঁকা বুদ্ধিটুকু অনেক বেশি উচ্চ
ভেবো না ভাই তোমার দোষ, গুণে সর্বোচ্চ?


দোষের কোন ক্ষমা নেই সেও জানি ভালো
আমার আমি এই পর্যন্ত শান্তি আনে আলো।