মন উড়ানে মনের কথা বলতে নেই তো বারণ
আসলে তুমি নিজের ছেড়ে অন্যের খোঁজ কারণ
নিজে কতটা মানবতা রাখো নি তার কোন খোঁজ
সমালোচনায় মুখর হয়ে পচা ঘা খোঁচাও রোজ


যে পচা সে পচেই গেছে তুমি টাটকা তাজা কর্ম
তোমারও আছে খোলা পথ মানুষকে করো ধর্ম
রাস্তা জুড়ে আবর্জনা সরাতে লাগে তোমার হাত
দিনের আলো আনতে হলে এবার খোলো কপাট


তা না করে অন্যের কথা বলছ নিজের মত করে
অন্যেরা সব যা তা করছে এবার তোমাকে ধরে