ব্যাংকে নিয়ম মেনে লাইন দিয়ে
ধীরে সুস্থে যেখানে সই করতে বলে
সেখানে সইসাবুদ করে নিজের জমানো টাকা
নিজে তুলি অথবা জমা দিই।
হাসপাতালে ডাক্তারবাবু যা বলেন
সমস্ত কিছু নিয়ম মেনে
মেনে চলি।
খেলার মাঠে দর্শনীয় স্থানে রেলে বিমানে
থানায় অফিসে আদালতে সর্বত্র
তাদের তৈরি নিয়ম আমরা মেনে চলি।


তাহলে মন্দিরে মসজিদে গির্জায় গুরুদুয়ারে
প্রার্থনার যা রীতিনীতি নিয়ম আছে
তা সবাইকে মেনে চলতেই হবে।


দুই পক্ষের মুখের দিকে তাকিয়ে থাকে শান্তি
যে কোন সংস্কার নিয়ম নীতির হাত ধরে
পাথর ভাঙা ঢেউয়ে বড় হয়।
সেসবের জন্য
আমরা মনে প্রাণে প্রস্তুত তো?