কষ্টের তুল্য নদীর তীরে দাঁড়িয়ে আছে
বাঁধ বেঁধে সুখের চাঁদ
ডুব সাঁতারে ভাসিয়ে দিয়েছে সে সব।
মায়ের শাড়িতে শীত শীত আঁচল ছিল
সুবাসের পূর্বায়ন দিক বদলে
দূর পাহারায় সংসার আঁকত।


এসব এখন আর পাহাড় শোনে না
হেমন্তের পূর্ণিমাতে
তার ঘরেও বৃষ্টির ছোঁয়া লাগে
প্রতি রাতে
উদাস দুপুর নির্জন গল্প করে।


বড় হওয়া পারাপার
নদী বরাবর বয়ে যেতে চায়।