আমার নজরে আমি যোগাড় তুমি বসে থাকা
পাথর ভাঙা সকাল সন্ধ্যে তুমিই করছ ফাঁকা
কোথায় জমা ভাঁড়ার ঘর শূন্যের দিকে শূন্য
মনের ভেতর কারাগার তবু চাইছ তুমি পূণ্য?


আমিও দিন দিন আনি খাই ভজন সাধনে
প্রাসাদে সাজানো সুরম্য সাজাই খুব যত্নে
তুমি তার মাঝে যুগ বাহিকায় খেলছ খেলা
পরমের এই সন্ধিক্ষণে যায় বয়ে যায় বেলা।