চেষ্টার সাথে বাস করা নয়তো মোটে সোজা
রাত দিন তার একটাই কাজ সাফল্যকে খোঁজা
ব্যর্থতা সে চায় না মানতে মনে লাগায় দ্বন্দ্ব
সর্বদা তার শ্যেন দৃষ্টি ফলের আশায় অন্ধ।


আবার উঠে দাঁড়িয়ে পড়া নয়তো মোটে সোজা
চেষ্টা তাতে হাত লাগায় হাতে হাত গোঁজা
পিছিয়ে পড়া পথ দেখিয়ে পথে পথে ঘোরে
আমিও ভাবি আমিও পাব চেষ্টা পথের মোড়ে।