অভ্যাগতের হাত ধরা তত্ত্বে
বিভাজনের ঘর গোছানো দেওয়াল,
মাথা ঠুঁকে যতটুকু
তাতেই এক একটা পাহাড় প্রমাণ।


ফেরৎ আশায় জাল বোনা সত্য
গলুইয়ে বসা চলাৎ চলাৎ
বয়ে যায় দিগন্ত বাসনায়।
আমাদের আমিটুকু হাত কাঁপে
কে যেন ছিনিয়ে অবসর
তুমি রচনা করে,
স্তুপের খাদে যথাহীন হাহাকার
সেই তো দণ্ডের মাপন কাঠি।


বিকেল উদযাপন রাত জেগে
অধিকারের ষোলকলা,
ভাগের অংশ ঢলে পড়ল অস্বীকার্যে।
যে টুকু বাটোয়ারা
তাতেই সংঘবদ্ধ দাঁড়িয়ে,
প্রাপ্তি তারই কণা কণা অনুভূতি।