ওই দেখা যায় বাঁকা পথে
আবছা ঘন কুয়াশা
কারা যেন মনের ভেতরে
রেখে গেছে ধোঁয়াশা,


এই সেই পথে আসা যাওয়া
আমার অনেক অনেকবার
বকুল ফুলে হিজল ছায়া
ধুলো মাখা অহংকার।


এক পা দু'পা ছন্দ নীরব
কত যুগের অধিকার
খুঁজে দেখি বুকের ভেতর
যত বাঁচার অঙ্গীকার।


হাতে হাতে দিয়ে গেছে
অসীম উদার প্রকৃতি
পেয়েও আবার হারিয়ে যায়
যেটুকু যা আকৃতি।


পথ পেয়েছে পথের খোঁজে
আঁকড়ে ধরা আশ্বাসে
ভালোবাসা দাঁড়ায় এসে
ভালোবাসার বিশ্বাসে।