(১)
     নদীর চর
     - - - - -
জল নিজের থেকে সরে
নদীর উপরে গড়ছে বাড়ি ঘর।


তারই এককোণে স্রোতের কান্নাকাটি ,
যে কোনো অভিমুখে সে আবহমান হতে চায়।


        (২)
     ফুলের শরীর
      - - - - - - -
সব ফুল বসন্তের প্রতীক ,
মৃত নগর সংলাপে
এসব শুধুই মানুষের শরীরে শরীর ,


ওরা সবাই চেনে নরকের ভাষা।


হাত
-----
খালি হাত
তাই স্রোতের হাততালি।
কিছু কর্মের ভার গুঁজে দিলে
সব হাত যে যার হাতজোড়া প্রণামী।