মন মোহনা
---------


সম্পর্কে যে ভাঙন
শিখে নিয়েছে ক্রোধের আকারে ,
গড়নে যে শলাপরামর্শ
মন তাতে রোজ ঢেউ আনে আর হারিয়ে যায়।


জলজ
-----
জল নিজের থেকে সরে
নদীর উপরে গড়ছে বাড়ি ঘর।
তারই এককোণে স্রোতের কান্নাকাটি ,
যে কোনো অভিমুখে সে আবহমান হতে চায়।


পুষ্পকীট
--------
সব ফুল বসন্তের প্রতীক ,
মৃত নগর সংলাপে
এসব শুধুই মানুষের শরীরে শরীর ,
ওরা সবাই চেনে নরকের ভাষা।