(১)
স্বাধীন
-------
মানুষের জন্য স্বাধীনতা
আগেও ছিল না আজও নেই,
সামাজিক দূরত্ব যে যতটা বজায় রেখেছে
সে ততটাই তার আকাশ চিনেছে
পাখা মেলে উড়তে পেরেছে।


(২)
বাক্যালাপ
----------
মিথ্যে তুমিও বল আমিও বলি
শুধু সত্যের দেওয়ালে ধাক্কা লাগলে
এক ভয়ংকর প্রলয় আসে।


পৃথিবী তখন সূর্যের আলোতে বসেও কাঁদে।


(৩)
এক একদিন
------------
একদিন বারান্দায় বসে চাঁদ দেখলাম
আর একদিন সূর্য
আর প্রতিদিন দেখি গাছপালা পশুপাখি কীটপতঙ্গ।
শুধু মানুষ দেখতে দিনের পর দিন কেটে যায়
ভালো করে মানুষকে আর দেখা হয় না।


(৪)
জমা
------
জমা করার জন্য আমরা রোজ জমা হই
হাটে বাজারে মলে ময়দানে রাস্তাঘাটে,
তবু আমাদের অনেকের জমা শূন্য
কোথাও কোন খরচের পরিসংখ্যান নেই।