দূরের পলাশ বনে লালের নেশায়
হৃদয়ে ফাগুন শুধু আগুন ঝরায়,
অশোক ফুলের হাসি চোখের ইশারা
গতরে পীরিতি ভাঁজ পাগলের পারা।
পালাব পালাব মন শরীর সেঁধিয়ে
দুজনে দুজন হব সমাজ পেরিয়ে,
সাঙা ধরে ঘর বাঁধা মুন্নির কোমরে
মদন মোহন বেশে লুকোচুরি করে।


মিলনের শিহরণে মাতাল মলয়
করে যায় খুঁনসুটি মুগ্ধ কিশলয়,
দ্রিমিদ্রিমি শরীরের খলবলি নেশা
রসভরা প্রেম বাণে কাহিল অন্বেষা।
লাল লাল লালিমায় পলাশের বনে
প্রেমিক মোহন করে প্রেম শুভ ক্ষণে।