পালকি কাঁধে ছয় বেহারা
দুলকি চালে চলে
গ্রামের পথে পাড়ার মোড়ে
হুঁ হুঁমনা সুর বলে,


পালকি থেকে মুখ বাড়িয়ে
হাসিতে বর কনে
আকাশ দেখে মানুষ দেখে
অধিক খুশি মনে।


গাছের সারি রাস্তা ধুলো  
ছোট পুকুর ধার
ন্যাংটো ছেলে উদোম গায়ে
দেখছে সেসব তার।


আগে পিছে থাকত লোকে
দেখত পালকি সাজ
বাংলার সেই পালকি বহন
উঠেই গেছে আজ।