বুকের মধ্যে জ্বলছে আগুন
জ্বলুক না;
বড় পাপ করেছি হে, পাপ!


আঁকাবাঁকা শূন্য পথ
চলছে শুধু - চলুক না ;
বড় পাপ করেছি হে, পাপ!


মাথার মধ্যে গুমোট হাওয়া
স্থাণু জীবন বেখেয়ালী
করছে কিছু - করুক না;
বড় পাপ করেছি গো, পাপ।


উদোম হয়ে নাচছে কয়টি ছেলে
কেউ চেনে না, কেউ চেনে না
হয়তো মানুষ নিজ বেশ।
নাচছে ওরা - নাচুক না;
বড় পাপ করেছি হে, পাপ!


পুণ্যতোয়া পরম রসে
শুকনো সত্ত্বা প্রাণ ভেজায়
পাপ ধুয়েছি মরণ ঘাটে
মন্ত্র কিছু বলছে ওরা - বলুক না;
বড় পাপ করেছি হে, পাপ।