পড়াশুনা আমার খুব ভালো লাগে, কেউ বলে?
পড়াশুনাতে কাটাব জীবন, এভাবে কেউ চলে?
বাচ্চাবুড়ো যুবক, ক'জন পড়াকে ভাবে তপস্যা?
পড়াশুনার শিক্ষায় কেউ কি মেটায় সমস্যা?


পরীক্ষা কিংবা ডিগ্রির চাপে যতটুকু পারে পড়ে
যত তাড়াতাড়ি শেষ করে নিজের জীবন গড়ে।
তারপর শুধু পেপার পড়ে ও কর্মে পৃষ্ঠা উল্টায়
গা ভাসিয়ে বাতেলা মেরে জ্ঞানীগুণী হয়ে যায়।
পড়াশুনাতেই বিশ্ব আছে আকাশ মাটি ও জল
যে যত পড়েছে সেই পেয়েছে অসম্ভবের ফল।


তাই শিশুকে যতটা পারো পড়াও বেশি করে
পড়তে পড়তে সেও একদিন পড়াশুনাকে ধরে,
বোধ বুদ্ধিতে সবার সেরা উজ্জ্বল হয়ে উঠবে
জ্ঞানের আলোকে আলোকিত হয়ে, মানুষ হবে।