কোন কিছুই অবৈধ নয় আমি যদি তা মানি
যা করি তার সবটা বৈধ নয় তাও আমি জানি
তবু মন সায় দেয় তাই করে ফেলি কিছু কাজ
কেন না আমি যে আমার মনের রাজাধিরাজ।


সেই কাজ তোমরা দেখো আইনের চোখ দিয়ে
বৈধ অবৈধ বিচার করো নীতির বুক ফুলিয়ে
সেখানে আমার মনের খবর রাখো না কি সে চায়
এইটুকু জীবনকে সে নিজের মত পেতে চায়।


সেই মনকে সতেজ করো জ্বালাও শিক্ষা আলো
বৈধ অবৈধ ভাববে বিবেক সরিয়ে মনের কালো।