মাথার মধ্যে কে যেন চিৎকার
চোখ দুটো লাল
নিশ্বাসের মাত্রায় নাক বন্ধ
গলার ভেতরে দলা দলা রাক্ষস
আমাকে খেয়ে নিয়ে
তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে।


ঘন মেঘ পাহাড়ের গা বরাবর
বার বার সবুজের লালিত্য রোপন করে
ঢাল বেয়ে জড়িয়ে ধরা ছাড়া
আর তো কোন উন্মুক্ত অবকাশ নেই,
বড় কঠিন ভূমি চিহ্ন।


ইন্দ্রিয়ের কীর্তনে
শরীরে সাজো সাজো রব
ভয় বিলাসে আমেজ বেড়ে যায়
পরোয়া বিভ্রাট অসতর্ক পাহারায়,
চলো, কিছু বাঁচা অভ্যাস করি
তারপর না হয়
কর্মের হিসেবে হাত লাগাব।