যে স্বভাবে ফুল ছড়ানো থাকে
তাকে মাড়িয়ে যাওয়া
ছিঁড়ে ফেলা, দুর্গন্ধ ঢালা থাকবেই
মর্ম উদ্ধার সম্মান প্রতীক
সে গ্রাহ্য করে না।


শুধু নৌকো ভাসিয়ে দেয়
ঢেউ মাখা উড়ালে তার ভয় নেই
তীর ছোঁয়া মাটির দালানে
সে বার বার ফুটে ওঠে
স্বতন্ত্র রোদের বালিয়াড়িতে।


কিছুতেই বিষ কাঁটা বিকল্পে
বোঝাপড়া সভ্যতা আঁকে না।
ভালো থাকা
তার নিজস্ব প্রতিনিধি।