হাঁড়ি বসানোই ছিল
সংগ্রহ হয়নি বিন্দুমাত্র
শুকনো ঠকঠকে কপাল চাপড়ানো
রাস্তাতে গোলটেবিল
আশে পাশে গলল না একটুও


সারি দিয়ে পাত্র প্রসরায়
নানা মতের মুনি বচন
খটখট জ্ঞান ভাসানে
বয়ে চলে শূন্য পাত্র


ভরা আছে ভারা ভার
ডাক দেওয়া হাঁড়ি কলসী
সম্পূর্ণ রসকষহীন
সবাই জানে জেনে যাওয়া বার্তা
লুকানো গড়িমসি
আগামী ভরসা নগন্য।