সীমানা পথ ছাড়িয়ে যায় না


গাছের তলা যেমন ছায়া পেরিয়ে
বিশ্রাম চায় না
তেমনি আঁচলে মা মা লুকানো থাকে
অহংকারে তার নারী থাকে
ভালোবাসা তাই আমাদের বুক ভরিয়ে দেয়।


সে সব অনেকদিন আগের নির্জন
বসবাসে মানুষের সংগম ছিল
গাছেদের সারি সেই পথে
খুব আনাগোনা করত
ভালো লাগার রূপ বদল
লিখিত করে রাখত উপমা অধিকারী।


চরিত্র বদলে
শিখর জয়ের ঘণ্টা বাজে
ঘুরে ফিরে তোমার চেনা আমি
আর আমার তুমি।


সীমানা সেই জন্ম সংস্কার
দিগন্তে কত রকমের
জানা অজানা গোলাপ।